অপরিবর্তিত একাদশ নিয়ে দ্বিতীয় টেস্ট দল ঘোষণা বাংলাদেশের। দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে কোন পরিবর্তন আনেনি বিসিবি। অভিন্ন দল থাকলেও গত ম্যাচের দল নিয়ে মাঠে না নামার সম্ভাবনাই বেশি।
একাদশে এবাদতের জায়গায় সুজোগ আসতে পারে প্রথমবারের মত টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা শরিফুল ইসলামের। ইতিমধ্যে টি২০ তে অভিষেক হয়েছে শরিফুলের।
এখন টেস্টে অভিষেকের অপেক্ষায় অনূর্ধ্ব ১৯ বিশকাপ জেতা এই তরুন। ম্যানেজমেন্ট ও তার উপর আস্থা রাখতে চাইছে এবং তাকে সেভাবেই গড়ে তুলছে।
কোচের ডানহাতি বামহাতি কম্বিনেশনের ভাবনায় এবারও টিকে জেতে পারে প্রথম টেস্টে বাজে খেলা ওপেনার সাইফ হাসান।সাইফের প্রতিভা নিয়ে কখনোই কারাও কোন প্রস্ন ছিল না তাকে একজন বিশেষজ্ঞ টেস্ট ক্রিকেটার হিসাবেই ভাবা হয় জদিও এখনো মাত্র ৩ টেস্ট খেলা সাইফ তার নামের প্রতি কোন সুবিচার করতে পারেনি। রান না করা থেকে সব থেকে আলোচনা সমালোচনার বিষয় হচ্ছে আউট হওয়ার ধরন গুলো দেখে।
প্রথমদিকে লিটন কুমার দাস যেমন ঝামেলায় পড়ত ঠিক সাইফেরও ঠিক একই সমস্যা হচ্ছে। নিল ম্যাকেঞ্জির অধিনে লিটন সেটা কাটিয়ে উঠে এখন তো সবশেষ ৪ ইনিংস এই চারটি ফিফটি প্লাস স্কোর তার। সাইফও দ্রুত তার সমস্যা গুলো কাটিয়ে উঠুক তাতে বাংলাদেশেরই লাভ।
প্রথম টেস্টের মত এই টেস্টেও সাইড বেঞ্চেই থাকতে হচ্ছে সাদমান ইসালামকে। ইঞ্জুরি থেকে সেরে উঠে ম্যাচ টেম্পারমেন্টে না থাকায় এবং সাইকে সুযোগ দিতে তাকে একাদশের বাইরে থাকতে হচ্ছে।
শ্রীলঙ্কা সফরের ১৫ সদস্যের দল : মুমিনুল হক(অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, তামিম ইকবাল,নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, খান, ইয়াসির আলী চৌধুরী (রাব্বি), মেহেদী হাসান মিরাজ,আবু জায়েদ চৌধুরী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ মিঠুন, শরিফুল ইসলাম।