সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন। পুরুষ ১৭ জন ও নারী ১১ জন। ২৮ জনের সবাই হাসপাতালে মারা যান। ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭ জনে। নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৫৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫২ হাজার ১৭৮ জন।