ময়মনসিংহে করোনা সচেতনতা ও চলমান বিভিন্ন ইস্যুতে বাম গনতান্ত্রিক জোট (ময়মনসিংহ জেলা শাখা) বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আজ (২৯ এপ্রিল) বিকাল ৪ টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জোটের সমন্বয়ক এবং বাসদ (মার্ক্সবাদী) ময়মনসিংহ এর সমন্বয়ক শেখর রায়, সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এড. এমদাদুল হক মিল্লাত ও বাসদ ময়মনসিংহ এর জোনাল ইনচার্জ ইমাম হোসেন খোকন প্রমূখ।
সমাবেশে বক্তারা বাঁশখালিতে শ্রমিক হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, শ্রমিক হত্যার দায় এই সরকারকেই নিতে হবে। শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের দাবীতে আন্দোলন করছিল, কিন্তু তাদের এই আন্দোলনকে রক্তাক্ত করেছে এই পুঁজিবাদী সরকার।
শ্রমিক হত্যার সুষ্ট বিচার করতে হবে এবং নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
চলমান করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রতিদিন ১ লক্ষ করোনা টেস্ট, সকলকে বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাক্সিন দেওয়া, সকল হাসপাতালে কেন্দ্রীয় হাই ফ্লো অক্সিজেন সরবরাহ ও ICU বেড নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা।
এছাড়াও করোনাকালে শ্রমজীবী হত দরিদ্রদের জন্য ১ মাসের খাবার ও নগদ ৫ হাজার টাকা অনুদান, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের স্বল্পমূল্যে রেশন প্রধানের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া শিক্ষার্থী মুনিয়া’র আত্মহত্যায় প্ররোচনাকারী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর’রের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
উল্লেখ্য বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে পথচারীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়।