একের পর এক ক্যাচ ছাড়ার খেসারত দিচ্ছে বাংলাদেশ। গতকাল প্রথম সেশন থেকেই যে অল্প কয়েকটি সুযোগ বাংলাদেশ তৈরি করতে পেরেছিল সব গুলো সুযোগই হারিয়েছে তারা ফিল্ডারদের কারনে। প্রথমেই তাসকিনের বলে সহজ ক্যাচ ফেলেন স্লিপে দাড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্ত। ওপেনার অধিনায়ক করুনারত্নের ব্যাক্তিগত ২৮ রানের সময় ক্যাচ ফেলে দেন শান্ত।
দিনের প্রথম সেশনে গতি আর বাউন্স দিয়ে অনেকবার বিপদে ফেলেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ও তাসকিন। ১৪০+ স্পিডের গতিতে কয়েকবার ভড়কে দেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। কয়েকবার সুযোগ আসলেও ব্যর্থ হয় ফিল্ডারদের কারনে। যদিও সুযোগ ছিল ভালো কিছুর।
এরপর শ্রীলঙ্কান অধিনায়ক মাঠ ছেড়েছেন সেঞ্চুরি করে। ১১৮ রান করে অভিষিক্ত শরিফুলের বলে লিটন দাসের ক্যাচের শিকার হয়ে ফিরে জান তিনি। কিন্তু অপরপ্রান্তে দেখেশুনে খেলতে থাকেন লাহিরু তিরিমান্নে।গতকাল শ্রীলঙ্কার মাত্র একটি উইকেট তুলে নিতে সক্ষম হয় বাংলাদেশ সেটাও অভিষিক্ত শরিফুলের কল্যাণে।
আজ তাসকিনের প্রথম শিকার হয়ে ব্যাক্তিগত ১৪০ রানে ফিরেন তিরিমান্নে ফিরেন সাজঘরে পরের বলেই এঞ্জলো ম্যাথিউজ এর ব্যাট ছুয়ে বল চলে যায় লিটনের গ্ল্যাবসে কিন্তু কোন প্রকার আবেদন করেন নি তাসকিন ও লিটন। যদিও এই কল গুলোর রেস্পনসিবিলিটি লিটনের উপরই বর্তায়। আলট্রা এজে দেখা যায় বল ব্যাট ছুয়েছিল। যদিও ৫ রান করে সেই তাসকিনের বলেই আউট হয়ে যান ম্যাথিউজ।
ধনঞ্জয়া ডি সিল্ভা কে আউট করেন তাইজুল, এরপর আবার মিরাজের শিকার ফারনান্ডো। এরপর আবার নিশাকাকে বোল্ড করেন তাসকিন। দিনের সাফল্য বলতে তাসকিনের এই ইউকেট গুলোই। আজ দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৬৯/৬ ইউকেটে।