সম্প্রতি সময়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে ‘সোশাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ নামের একটি স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন। গত ১৩ই এপ্রিল প্রাথমিকভাবে রাজধানী ঢাকা থেকে তারা এই কার্যক্রম শুরু করে। এরপর চাঁদপুর ও নারায়ণঞ্জে জেলায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা চালু করে সংগঠনটি।
সংগঠনটির মাহমুদ হোসাইন বলেন, ‘হঠাৎ করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সিলিন্ডার সেবা চালু করা হয়। চারটি সিলিন্ডার দিয়ে এই সেবা শুরু হলেও বর্তমানে এর সংখ্যা দশে পৌছয়েছে। আমাদের স্বেচ্চাসেবীরা রাত-দিন এই সেবা দিয়ে যাচ্ছে। একই সাথে জনাব মাহমুদ সমাজের বিত্তবানদের কাছে আহবান করেন এই মানবিক সংগঠনটির পাশে দাড়াতে।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে নানামুখি সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘গরীব দুস্থ্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিতদেরকে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, শারীরিকভাবে অক্ষম মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায় মানুষদের মাঝে ঈদে উপহার সামগ্রী বিতরণ ইত্যাদি। এছাড়া বিভিন্ন দূর্যোগকালীন সময়ে স্বেচ্চাসেবী সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সারাবছর বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম অব্যাহত রেখেছে।
‘সোশাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ স্বেচ্চাসেবী সংগঠনটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে। সংগঠনটির কেন্দ্রীয় অফিস ঢাকার মোহাম্মাদপুরে। সাংবিধানিকভাবে সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্চাসেবামূলক প্রতিষ্ঠান।