বাংলাদেশের রাজধানী ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গেটের বাইরে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। অবিলম্বে ভিসার মেয়াদ বৃদ্ধি ও বিমানের টিকিটের ব্যবস্থা করার দাবী তাদের।
মূলত সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্স টিকিট বিক্রি সংক্রান্ত সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় গতকালের মতো আজও সকালে কারওয়ান বাজারে সাউদিয়া কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। তারপর সেখান থেকেই বিক্ষোভকারীদের একটা অংশ ইস্কাটন গার্ডেনের প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে অবস্থান নেয় ও বিক্ষোভ শুরু করে।