অস্ত্র আইন মামলায় দায়ের করা মামলায় আওয়ামী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার (২৪ শে সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজে কে এম ইমরুল কায়েশ আদালতে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপনে এ দাবি জানান।
আজ আসামি মফিজুর রহমানের পক্ষে তার আইনজীবী এ এফ এম গোলাম ফাত্তাহ যুক্তি উপস্থাপন শেষ করেন। অপরদিকে আসামি পাপিয়ার পক্ষে তার আইনজীবী সাখাওয়াত উল্লাহ ভূইয়া আংশিক যুক্তি উপস্থাপন করেন। অবশিষ্ট যুক্তি উপস্থাপনের জন্য আগামী রবিবার দিন ধার্য করে আদালত।