উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। কম বেশি সব ফুটবল ভক্তরাই তাকে চেনে। তিনি দীর্ঘদিন ধরে বার্সার হয়ে খেলে আসছেন। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে বেশ ভালোই জুটি তৈরি করেছিলেন লুইস সুয়ারেজ। এক মায়ার বন্ধনে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন বার্সার সাথে।এর আগে ব্রাজিলিয়ান তারকা নেইমার যখন বার্সাতে খেলেছিলেন তখন তাদের কে বলা হতো ত্রিফলা এমএসএন। হঠাৎ নেইমার চলে গেলো। বার্সার সাথে রয়ে গেলো মেসি ও সুয়ারেজ। তখন তাদের কে বলা হতো বার্সার মানিক রতন।
গত মৌসুমই যেন সব উলট-পালট করে দিলো। বিশেষ করে বার্সার সর্বশেষ ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিলো বার্সা বনাম বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচে বার্সা ৮-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয় । সেই ম্যাচ ই কাল হয়ে দাড়ায় সুয়ারেজের। তিনি গত মৌসুমে সবচেয়ে বাজে সময় পার করতেছিলেন। তার উপর এই বিশাল ব্যবধানের পরাজয়।
ইতোমধ্যে বার্সার নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন রোনাল্ড কোম্যান। তিনি এসে ঘোষণা দিলেন সুয়ারেজ সহ বেশ কয়েকজনকে তিনি দলে রাখতে চান না।এই ঘোষণার মাধ্যমে সুয়ারেজ বুঝতে পারলেন তার আর দলে থাকা হলো না। এর আগে সুয়ারেজ বলেছিলো দরকার হলে তিনি সাইড বেঞ্চে বসে থাকবেন তবুও তিনি বার্সায় থাকতে চান।
কিন্তু এতেও কোনো লাভ হয় নি। বার্সা সভাপতি জানিয়ে দিয়েছেন, এক বছরের চুক্তি বাকি থাকলেও ফ্রী ট্রান্সফারে যে কোনো ক্লাবে যেতে পারবেন সুয়ারেজ। এর আগে শোনা গিয়েছিল তিনি জুভেন্টাসে রোনান্দোর সাথে খেলবেন। কিন্তু সাম্প্রতিক খবর, জুভেন্টাস নয় তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিবেন । ওই ক্লাবের কোচ দিয়েগো সিমিওনে ও খুব চাচ্ছেন সুয়ারেজ যেন সেখানে যোগ দেয়। এরই মধ্যে কাতালান ক্লাবটি থেকে বিদায় নিয়েছেন সুয়ারেজ। ন্যু কাম্পের সদর দরজা দিয়ে বের হয়েই তিনি গাড়িতে করে চলে যান। কারো সাথে কোন কথা বলেন নি। তখন তার চোখ অশ্রু ভেজা ছিলো।