ঘটনাটি শুনলে যেন মনে হয় লাইলি মজনুর সেই প্রেম আবার ফিরে এসেছে। ঘটনাটি ঘটেছে রংপুর মহানগরীর ৪ নং ওয়ার্ডের খটখটিয়া বদিয়া টারি এলাকার আঃগনী মিয়ার বড় মেয়ে স্কুল পড়ুয়া উম্মে কুলসুম তানিয়া (১৫) এবং একই গ্রামের গোলজারের পুত্র রাজমিস্ত্রী তানবির (১৮) এদের মধ্যে।
স্থানীয় এক সূত্রে জানা যায় তানবির ও তানিয়ার মধ্যে বেশ কিছু দিন ধরেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে ছিল। তারা একে অপরকে গভীর ভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু তাদের এই সম্পর্ক তাদের পরিবার মেনে নিতে রাজি হয় নি। তাই গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২ টায় তানবির নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রেমিকের এই আত্মহত্যার ঠিক ২৪ ঘন্টার মাথায় প্রেমিকা তানিয়া ঠিক একই কায়দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টাকালে তার গোঙ্গানি শুনে তার মা বেড়া ভেঙে ভিতরে ঢুকে চাকু দিয়ে ওড়না কেটে নিচে নামায় । অতপর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।
এদিকে তানিয়ার মা দাবী করছেন তার মেয়ে নির্দোষ। সে তানবিরের সাথে বিয়ে করতে রাজি ছিলো না। এদিকে তানবির আত্নহত্যা করলে তার গ্রামের অনেকে তানিয়াকে অনেক অপমানজনক কথা বলতে থাকে। সে সেগুলো সহ্য করতে না পেরে আত্মহত্যা করে।
ইতোমধ্যে পশুরাম জোনের সহকারী কমিশনার জিন্নাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।