গত কয়েকদিনের টানা বর্ষণে রংপুর নগরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। গতকাল সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল নগরির প্রায় সব এলাকা। আজ সকালে ঘুম থেকে উঠে আশ্চর্য হয়েছেন অনেকেই। সমস্ত এলাকা সহ রাস্তা ঘাট পানির নিচে চলে গেছে। ঘটনাটি খুবই অবাক করার মত।
এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, শ্যামা সুন্দরী খালের গভীরতা কমে যাওয়ায় এলাকা প্লাবিত হয়েছে। এমনটি বলছেন শালবন মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল গফুর সর্দার। জুম্মাপাড়া বাসিন্দা মাওলানা ওয়ালিউল্লাহ মুজাহিদ বলেন, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উদাসীনতা ও খামখেয়ালিপনার কারনে একটু বৃষ্টিতেই অধিকাংশ এলাকা প্লাবিত হচ্ছে। দ্রুত এর সমাধান কামনা করছেন স্থানীয় মানুষজন।
পরবর্তীতে, সিটি করপোরেশন মেয়র জনাব মুস্তাফিজার রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তাঁর টেলিফোন বন্ধ ছিল। পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা ও নিষ্কাশনের ব্যবস্থা করা হলে আগামীতে এরকম সমস্যা এড়ানো যাবে বলে মনে করেন এলাকাবাসী।