গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে রংপুর মহানগরীর বেশ কিছু এলাকা। গতকাল থেকে আজ পর্যন্ত নগরীর কোথাও বৃষ্টি হতে দেখা যায় নি। তবে বৃষ্টি না হলেও এখনো ডুবে আছে বেশ কিছু এলাকা। গত পরশুদিন রাতের ভারী বৃষ্টি পাতে পানির পরিমাণ আরো বেড়ে গিয়েছিল৷ গতকাল দুপুর পর্যন্ত নগরীর প্রধান প্রধান সড়ক গুলো পানিতে ভরপুর ছিল। বিকেলে সড়কের পানি কমে গেলেও এখন পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা গুলে এখনো ডুবে আছে।
নগরীর খলিফা পাড়া, মুন্সিপাড়া, ভগিবালা, সিওবাজার, হাজিপাড়া,পাকার মাথা, জুম্মাপাড়া, হনুমান তলা, শালবন মিস্ত্রি পাড়া, পূর্ব শালবন নবীনগর এলাকা সহ আরো বেশ কিছু এলাকা এখনো ডুবে আছে। এ প্রসঙ্গে কথা বললে সব এলাকাবাসীর অভিযোগ রয়েছে। তারা বলেছে এসব এলাকায় পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা হয় নি। ড্রেন গুলোর কাজ এখনো শেষ না হবার কারণে পানি নিষ্কাশন করা যাচ্ছে না। আবার নগরীর শ্যামা সুন্দরী খালের গভীরতা কমে যাওয়ায় পানি চারিদিকে ছড়িয়ে পড়ছে।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাই নিজ নিজ উদ্দ্যোগে কাজ করে যাচ্ছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।