গতকালের মত করোনায় আজও মারা গেছেন ৩২ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৪০৭ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩। করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬০ হাজার ৫৫৫। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৭৩ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৮০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশের ১০৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হয়। দেশের ৪টি বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। বিভাগ চারটি হলো খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—২৫ জন।