আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এই দুই দল শুরুতে খেলবে ওয়ানডে সিরিজ, এরপর টি-টোয়েন্টি। শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিন বাংলাদেশের আরেকটি সফরের সূচি চূড়ান্ত হলো।
ক্রিকেটের এই সূচি মঙ্গলবার প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ও যাবে নিউজিল্যান্ড সফরে।
আগামী ১৩ মার্চ বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলবে ডানেডিনে। পরের দুই ওয়ানডে ১৭ ও ২০ মার্চ ক্রাইস্টচার্চে ও ওয়েলিংটনে।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৩ মার্চ, নেপিয়ারে। ২৬ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি অকল্যান্ডে, শেষ টি-টোয়েন্টি ২৮ মার্চ হ্যামিল্টনে।
নিউজিল্যান্ডে সবশেষ সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত রেখেই ফিরেছিল বাংলাদেশ দল।
তবে এ বছর আর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হচ্ছে না। চলতি বছরের জানুয়ারিতে দেশের মাটিতে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান। আর ফেব্রুয়ারিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের একটি অনুষ্ঠিত হয়েছিল। সফরের বাকি একটি টেস্ট ও ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছরের এপ্রিলে। কিন্তু করোনাভাইরাসের কারণে বাকি একটি করে টেস্ট ও ওয়ানডে স্থগিত হয়ে যায়।