দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২১ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ২৭২ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৪২০টি। এতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৫০৮ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।