যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার সের্জিনো ডেস্টকে দলে ভিড়াতে আয়াক্সের সঙ্গে ৫ বছরের চুক্তি সেরেছে লা-লীগার দল বার্সেলোনা।
১৯ বছর বয়সী এই ফুটবলার পাঁচ বছরের চুক্তিতে ক্যম্প ন্যুতে যোগ দিচ্ছেন বলে কাতালান ক্লাবটি বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়। ২০১৬ সালে ব্রাজিলীয়ান দানি আলভেস চলে যাওয়ার পর থেকেই নির্ভরযোগ্য রাইট-ব্যাক খুঁজছিল বার্সেলোনা। চলতি দলবদলে পর্তুগালের নেলসন সেমেদো উলভসে চলে যাওয়ায় আপাতত সার্জিও রবার্তো ছিলো একমাত্র ভরসা। এবার তারসাথে যুক্ত হলেন ডেস্ট। মূলত বার্সায় ডাচ নির্ভর দলে পরিণত করার সব ব্যবস্থাই পাকা করতে চান কোম্যান। ইতিমধ্যে বার্সায় আছেন আয়াক্সের সাবেক মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং। কোম্যানের অধীনে নেদারল্যান্ডসের জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি
ডেস্তকে নিজেদের ডেরায় ভিড়াতে বার্সেলোনার গুনতে হচ্ছে ২১ মিলিয়ন ইউরো। বোনাস হিসেবে আরো ৫ মিলিয়ন ইউরো দিতে হবে। সাথে ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরোর বিশাল অংকের রিলিজ ক্লজ। আনুষ্ঠানিকভাবে শুক্রবার তাকে গণমাধ্যমের সামনে আনা হবে বলে জানা গেছে।
ডেস্টের জন্ম নেদারল্যান্ডসে হলেও খেলেন যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে। আয়াক্সের একাডেমিতে বেড়ে ওঠার পর ২০১৯ সালে অভিষেক হয় জাতীয় দলে। তখন থেকেই যুক্তরাষ্ট্র জাতীয় দলের নিয়মিত সদস্য তিনি । দলটির হয়ে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলেছেন তিনি।