গাইবান্ধায় ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং ধর্ষকদের দ্রুত আইনে বিচারের আওতায় এনে শাস্তির দাবীতে বিক্ষোভ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১লা অক্টোবর)ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আয়োজনে জেলা শাখার সহ-সভাপতি গাজী মুহাম্মাদ ফাহিমুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা আশিকুর রহমানের সঞ্চালনায় গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক জেলা সভাপতি মুহা.ওলিউল্লাহ,গোবিন্দগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মুয়মিত, ফুলছড়ি উপজেলা সভাপতি মুহা.শাহিন, সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন দেশে আজ ধর্ষণের মহামারী চলছে। নারীরা আজ দেশের মধ্যে অনিরাপদ। পত্রিকার পাতা খুললেই দেশের বিভিন্ন প্রান্ত হতে ধর্ষণের খবর পাওয়া যায়। তাই বিক্ষোভ সমাবেশ থেকে বক্তাগণ নারীদের নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।