আজ রোববার সকাল দশটার দিকে হোটেল সোনারগাঁও এর পাশের সড়কে অবস্থান নেন সৌদি প্রবাসিরা । তাদের দাবি ভিসার মেয়াদের উপর নির্ভর করে যেন টিকিটের টোকেন দেওয়া হয় ।পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় । বিপুল সংখ্যক টিকিট প্রত্যাশিদের ভিড়ে সোনারগাঁও হোটেলের পাশের রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে প্রচন্ড জ্যামের সৃষ্টি হয় ।
এদিকে প্রচন্ড ভিড়ের কারনে ধাক্কাধাক্কি করে এয়ারলাইন্স কার্যালয়ের গেট ভেঙ্গে অনেকে ভিতরে প্রবেশ করেন । অনেকে আবার গেইটের উপর দিয়ে লাফিয়ে ভিতরে প্রবেশ করেছেন ।সে সময় পুলিশ কে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লাঠিপেটা ও করতে দেখা গেছে ।
এয়ারলাইন্স সুত্রে জানা গেছে বেশ কয়েক দিন বন্ধ থাকার পর আজ থেকে তারা আবার টিকিটের জন্য টোকেন দেওয়া শুরু করেছেন । যতক্ষন পর্যন্ত প্রবাসিরা থাকবেন তারা সবাই কে টোকেন দিবেন । টোকেন সংগ্রহ করার জন্য ভোর থেকে শত শত প্রবাসি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে ভিড় করেন । টোকেন দেওয়া শুরু হলে প্রবাসিরা ভিসার মেয়াদের ভিত্তিতে টোকেন দেওয়ার দাবি করে বিক্ষোভ শুরু করেন । পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।