সাম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে উলঙ্গ করে নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে আমজনতা।
আজ সকাল ১১ টার দিকে দেশে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় শতাধিক তরুণ-তরুণীকে। কর্মসূচির একপর্যায়ে আন্দোলনরত জনতা শাহবাগ মোড় অবরোধ করে।
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও ধারণের পর তা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে দেশব্যাপী বিভোক্ষ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই ঘটনায় দায়ের করা এক মামলায় প্রধান আসামিসহ মোট চারজনকে গেপ্তার করা হয়।