এবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন গবেষক হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন ও চার্লস এম রাইস। আজ সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোমে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয় ।হেপাটাইটিস ‘সি’ ভাইরাস শনাক্ত করার স্বীকৃতি হিসেবে তারা নোবেল পুরস্কার পেলেন এই দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী। তাঁদের গবেষণাকর্ম রক্তে জন্ম নেওয়া হেপাটাইটিসের অন্যতম উৎস ব্যাখ্যা করতে সহায়তা করবে।
আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজিত সংবাদ সম্মেলনে চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলবিজয়ী হিসেবে তাঁদের নাম ঘোষণা করা হয়। নোবেল বিজয়ীরা স্বীকৃতির পাশাপাশি অর্থপুরস্কার হিসেবে এক কোটি সুইডিশ ক্রোনা (৯ কোটি ৫১ লাখ টাকা) পাবেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়
এর মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের নোবেল পুরস্কার। এই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর এক সপ্তাহ বিরতি দিয়ে অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে পরের সোমবার (১২ অক্টোবর)।
১৯০১ সাল থেকে বিখ্যাত মানুষদের মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া শুরু হয়। নোবেলবিজয়ীদের অর্থ দেওয়া হয় ডিনামাইট আবিষ্কারক আরফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ দিয়ে। তিনি মৃত্যুর সময় ৩ কোটি ১০ লাখ ক্রৌন রেখে গিয়েছিলেন, যা বর্তমানে প্রায় ১৮০ কোটি ক্রৌনের সমান।