নোয়াখালীর বেগমগন্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক গৃহবধুর উপর বর্বরোচিত , নারকিয়, পৈশাচিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নোয়াখালী সহ সারা দেশের মানুষের মধ্য ব্যাপক তোলপাড় শুরু হয়েছে । সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকে এ ন্যাক্কারজনক ঘটনার বর্ননা দিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন । এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা । স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে অভিযুক্তদের সখ্যতার বিষয়ে ও অনেকে প্রশ্ন তুলেছেন । এরই মধ্য এ ঘটনার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গন,ঢাকা সহ দেশের কয়েক জেলায় মানব বন্ধ হয়েছে ।
নোয়াখালীর পুলিশ সুপারের দক্ষ নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন অভিযানের মাধ্যমে এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত দেলোয়ার সহ চারজনকে কে আটক করা হয়েছে ।
এদিকে এমন অমানবিক নির্যাতনের ঘটনায় স্থির থাকতে পারেননি নোয়াখালী -৪ ( সদর-সুবর্নচর) আসনের সংসদ সদস্য মানবিক নেতা একরামুল করিম চৌধুরি (এমপি) । ঐ ঘটনার প্রতিবাদে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজের একাউন্ট থেকে একটি লাইভ ভিডিও দিয়েছেন ।
তিনি তার লাইভ ভিডিও বার্তায় বলেন নোয়াখালীতে এমন বর্বরোচিত জঘন্য ঘটনায় আমি বিব্রত , এ ঘটনার তীব্র প্রতিবাদ ও ঘৃনা প্রকাশ করছি । একই সাথে তিনি অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে জেলা পুলিশ সুপারকে বারবার কল দিয়ে নির্দেশ দিয়েছেন।
এধরনের অপরাধীদের সহায়তা করা স্থানীয় নেতাদের সমালোচনা করে তাদের উদেশ্য প্রশ্ন রেখে বলেছেন ঐ নির্যাতিত নারী যদি আপনার বোন বা স্ত্রী হত তাহলে কি করতেন ?। কোন কোন নেতা এদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন পুলিশকে তাদের ব্যাপারে ও খোজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন । তিনি সরকারের কাছে অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন ।
উল্লেখ্য ,নোয়াখালীতে যে কোন ধরনের অপরাধ কর্মকান্ডের বিষয়ে এমপি একরামুল করিম চেধৈুরি বরাবরই প্রতিবাদ করে আসছেন । অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁডিয়ে সহায়তা করেছেন । করোনাকালে জনগনকে সচেতন করা সহ বিভিন্ন জনকল্যাণ মূলক দিক নির্দেশনার ভিডিও বার্তা ইতিমধ্যে সাধারন মানুষের মাঝে ব্যাপক গ্রহনযোগ্যতা পেয়েছে । এরই ধারাবাহিকতায় তিনি একলাশপুরের নির্যাতিত গৃহবধূর পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়েছেন ।
এমপি একরামুল করিম চৌধুরি নোয়াখালী জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন ।