ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

শরতের কবিতা

শিল্প-সাহিত্য

প্রকাশিত: ১৪:৪১, ২১ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৪:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২০

শরতের কবিতা

"কাশফুল"

মোঃ সাখাওয়াত হোসাইন

 

শরৎ এর বিকেলে বেলা নীল আকাশের নিচে কাশ ফুলেরা দিচ্ছে সাজিয়ে সষ্ট্রার দেওয়া সাদা পুষ্পে

সাজিয়ে বলছে আমায় দেখো কি সুন্দর লাগছে তোমায় তবুও কি তুমি খুঁজবে ভুল তাহার সৃষ্টির কাশফুল

আঁখি মেলে দেখো তুমি খুঁজে পাও কিনা কোন ভুল? ফিরে এসে আঁখি বলবে তোমায় তাহার সৃষ্টি শুধুই নির্ভুল।