ঢাকা   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ শা'বান ১৪৪৬

স্বপ্ন ছবি আঁকা চ্যালেঞ্জে বড় চ্যালেঞ্জ এখন সাবিহা ইসলামের

স্বপ্ন ছবি আঁকা চ্যালেঞ্জে বড় চ্যালেঞ্জ এখন সাবিহা ইসলামের

সারা বাংলাদেশের ন্যায় ঢাকার কাজীপাড়ায় ২১ ফেব্রুয়ারী ভাষার মাস উপলক্ষে স্বপ্ন আউটলেট ছোট বাচ্চাদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করে। এ উপলক্ষে ঢাকায় বসবাসরত অনেক ক্রেতা তার ছোট সোনামনির হাঁতে আঁকা ছবি স্বপ্ন আউটলেটের ম্যানেজারের নিকট জমা দেন, এতে অন্যান্য অংশগ্রহনকারী মধ্যে ঢাকায় বসবাসরত গাইবান্ধা জেলার সাবিহা ইসলাম সারাহ তার নিপূন হাতের ছোঁয়ায় গ্রামের একটি চিত্র ফুটিয়ে তুলেছেন যা স্বপ্ন কতৃপক্ষের মন জয় করেছে। তার ছবিটি স্বপ্ন কতৃপক্ষ অতি সাদরে গ্রহন করে তাকে আরো ভাল ছবি আঁকারও উদ্ভুদ্ধ করেন। নিজের সন্তানের হাঁতে আঁকা ছবির প্রসংশাও করেছেন তার বাবা মোঃ সাজেদুল ইসলাম ও মা রিতা আক্তার। এই প্রতিযোগীতায় তাদের ছোট সোনামনি যাতে প্রথম স্থান অধিকার করতে পারে সে ব্যাপারে আশাবাদী অংশগ্রহনকারীর অভিভাবকরা।