ঢাকা বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
আরো
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) ফল-২০২৪ এর আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ১৫ নভেম্বর ২০২৪ বিকাল ৩:৩০ টায় ইউআইইউ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস থেকে আরও খবর
দেশের তরুণদের নেতৃত্ব গুণাবলিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি তাদের ইংরেজি ভাষাজ্ঞানকে আরও দৃঢ় করতে শুরু হয়েছে ইংলিশ অলিম্পিয়াড সিজন-০৪। ইংলিশ অলিম্পিয়াডের ঢাকা বিভাগের বাছাই পর্ব গতকাল ইউনাইটেড ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ক্যাম্পাসে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ইউনিভার্সিটি ও দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, ও ক্যারিয়ার উন্নয়নে প্রতিষ্ঠান দুটি এক সাথে কাজ করবে।
গত রবিবার, ২০ অক্টোবর ২০২৪ সাউথইস্ট ইউনিভার্সিটি নতুন ওয়েবসাইটের উদ্বোধন করে। সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন। নতুন ওয়েবসাটটি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন তিনি।
আড়ম্বরপূর্ণ ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে ফল ২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। শনিবার, ১৯শে অক্টোবর ২০২৪ মেরুল বাড্ডার পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক যাত্রা শুরু হলো।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট) দেশের প্রথম কারিগরি ও দক্ষতা ভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এ.এন.এম এহসানুল হক মিলন।
সাউথইস্ট ইউনিভার্সিটি (SEU) এবং টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টরের মধ্যে গবেষণা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ৫ অক্টোবর, ২০২৪ তারিখে টিএমএসএস বগুড়ার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্যবসায়িক বৈঠক এবং MoU স্বাক্ষর অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।
SAU Computer Club - SAUCC ও WIT Institute - উইট ইনস্টিটিউট এর যৌথ উদ্যোগে আয়োজিত "Excellence in Digital Marketing" এর অফলাইন ওয়ার্কশপটি আজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কৃষি অনুষদের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।
সাউথ এশিয়া ফাউন্ডেশনের (SAF)গভর্নর বোর্ড এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। বোর্ড চেয়ারম্যান জনাব রেজাউল করিমের সভাপতিত্বে সভাটি সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিস অফ কো-কারিকুলার অ্যাকটিভিটিজের সহায়তায় ১৫টি ক্লাবের যৌথ উদ্যোগে “উত্তরণ: অ্যা পোস্ট ফ্লাড রিহাবিলিটেশন প্রোগ্রাম” শীর্ষক একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
গণিত হোক আনন্দের` এই স্লোগানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইউ) সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও সাউথইস্ট ফার্মেসি ক্লাব গত ২৫শে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির চার শিক্ষার্থী শহিদ মোঃ রাব্বি মিয়া, শহিদ রাকিব হোসাইন, শহিদ ইমতিয়াজ আহমেদ জাবির, শহিদ রবিউল ইসলাম লিমনসহ সারা বাংলাদেশের সকল শহিদদের স্মরণে সাউথইস্ট ইউনিভার্সিটি ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
BDTone24
সর্বশেষ
জনপ্রিয়