ঢাকা শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
আরো
সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে একটি সমঝোতা স্মারক (LoI) স্বাক্ষর করেছে, যা দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক এবং গবেষণা সহযোগিতা নিশ্চিত করবে।
ক্যাম্পাস থেকে আরও খবর
ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা গল্প শোনালেন পাকিস্তানের প্রথম নারী এবং বিশ্বব্যাপী মানবতাবাদী আর্কিটেক্ট হিসেব খ্যাত ইয়াসমিন লারি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এক বিশেষ বক্তব্য দেন প্রখ্যাত এই স্থপতি।
ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম)-এর ৩৮তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সাউথইস্ট ইউনিভার্সিটি ও এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড টেকনোলজির মাঝে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয় গত ১২ ডিসেম্বর সাউথইস্ট ইউনিভার্সিটির কনফারেন্স রুমে।
ব্যতিক্রমী এক উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা যে যার অবস্থান থেকে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন।
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে মহাকাশ অভিযাত্রার গল্প শেয়ার করেছেন ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এর প্রধান নভোচারী জোশেফ এম আকাবা। তিনি কথা ও গল্পে শিক্ষার্থীদের সামনে মহাশূন্যের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।
ব্র্যাক ইউনিভার্সিটিতে নারীদের জন্য ফিটনেস ও সুস্থতার বার্তা প্রচারে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ তারকা ফুটবলার মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও মাসুরা পারভিন।
সাউথইস্ট ইউনিভার্সিটি সফলভাবে ৩য় IEEE কনফারেন্স অন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফর হেলথ ২০২৪ (BECITHCON ২০২৪) আয়োজন করেছে ।
ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের আয়োজনে “ভাষার রূপান্তর: ডিকলোনিয়াল প্রেক্ষাপটে ভাষা শিক্ষার প্রভাব” শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।
২৩ নভেম্বর, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাউথইস্ট ইউনিভার্সিটির চার শহিদসহ সকল শহিদ ও আহতদের স্মরণে “আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) ফল-২০২৪ এর আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ১৫ নভেম্বর ২০২৪ বিকাল ৩:৩০ টায় ইউআইইউ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
সাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
BDTone24
সর্বশেষ
জনপ্রিয়