স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নর্দান ইউনিভার্সিটিতে সিএসই ডে পালন
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সিএসই ডে ২০২৩-এর আয়োজন করে ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার।
ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মাদ হাবিব হাসান, এমপি.। এতে গেস্ট অব অনার ছিলেন বিশ^বিদ্যায়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী বুয়েটের অধ্যাপক ড. এম কায়কোবাদ, ড. বর্কিণ কুমার ঘোষ, সিইও, এফবসিসিআই, ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, জনাব তাউফিকুর রহমান, হেড অব এটুআই-আইল্যাব ও জনাব সাদ আল জাবির আব্দুল্লাহ, হেড অব আইটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।
সিএসই ডে উপলক্ষে নর্দানের সিএসই বিভাগ শিক্ষার্থীদের উদ্ভাবিত সফটওয়্যার, রোবট ও অন্যান্য প্রযুক্তি প্রদর্শন, নবাগত শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব হাবিব হাসান, এমপি. বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটি স্মার্ট ডিজিটাল দেশ গড়ার প্রত্যয়ে অবিচল কাজ করে চলেছেন। আজ নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে উদ্ভাবনসমূহ দেখলাম তাতে প্রমাণিত হয় যে, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন, আগামী দিনে আপনারা হবেন সেই স্বপ্ন পূরনের অংশীদার। তিনি আরো বলেন, শিক্ষায় নর্দান ইউনিভার্সিটি হবে এ অঞ্চলের মাইলস্টোন।
নর্দান ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, সময় বদলে গেছে, বর্তমান বিশ্ব প্রায় প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি দেখছে। বিশ্বব্যাপী উদ্ভাবনের একটি সীমাহীন প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিতে নলেজ ইন্ডাস্ট্রিতে দেশের হয়ে তোমরাই হবে আগামী দিনের মশালবাহী।
খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক ড. এম কায়কোবাদ সিএসই অধ্যয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের সকল প্রয়োজনে এখনো প্রযুক্তি সুবিধা কিনতে হয় বিদেশ থেকে, যাতে প্রচুর পরিমান অর্থ বিদেশে চলে যায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে দেশের তরুন প্রকৌশলীরা সকল প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হবেন।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাক ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব:), সিএসই বিভাগের প্রধান জনাব রায়হান উল মাসুদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।