ঢাকা   সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশের কিশোর গ্যাং সংস্কৃতি নিয়ে সেমিনার

ক্যাম্পাস

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ৫ জুন ২০২৪

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশের কিশোর গ্যাং সংস্কৃতি নিয়ে সেমিনার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশের কিশোর গ্যাং সংস্কৃতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগ ৫ জুন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে "কিশোর গ্যাং কালচার ইন বাংলাদেশে: কজেস, কনসিকোয়েন্সেস এন্ড কাউন্টারমেজারস” শিরোনামে একটি সেমিনারের আয়োজন করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজোন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস. এম. শামীম রেজা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত আইজিপি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপস) ড. খ. মাহিদ উদ্দিন বিপিএম (বার)।

বক্তারা উল্লেখ করেন যে, বাংলাদেশে কিশোর গ্যাং গুলো অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আইন প্রয়োগকারী সংস্থার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কিশোর গ্যাং সংস্কৃতি মোকাবিলায় আমাদেরকে শক্তিশালী আইন ও পরিবার সমূহের বিশেষ ভূমিকার প্রয়োজন। এই বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

সেমিনারে সভাপতিত্ব করেন স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন । আইন বিভাগের চেয়ারম্যান মি. জাহিদ মুস্তফা, আইন এবং অন্যান্য বিভাগের শিক্ষকগণ, কর্মকর্তাবৃন্দ এবং আইন বিভাগের শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনের সমাপণী বক্তব্যেল মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।