স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট” প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫ নভেম্বর ২০২৪, সোমবার বিকাল ৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, সম্মাননীয় অতিথি হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ (অব:) জনাব মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুল আলম লিটন। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ ও দক্ষ জনবল সৃষ্টিতে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের প্রথম টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং (টিভিইটি) ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে।
সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম লিটন বলেন, দক্ষতা ছাড়া শিক্ষা মূল্যহীন। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য হলো দক্ষ ও মানবিক গুনাবলী সম্পন্ন মানব সম্পদ তৈরি করা।
আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সচিব জনাব মো. কামরুজ্জামান লিটু, সম্মানিত সদস্য ড. সিরাজুল হক চৌধুরী, জনাব কামরুন নেহার, জনাব তানভীর ইসলাম পাটোয়ারী, জনাব সেলিনা বেগম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. কামরান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও গণ্যমান্য অতিথিবৃন্দ।