অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এগ্রিবিজনেস বিভাগের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ১০ জানুয়ারী উত্তরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ডিরেক্টর ড. এ এন এম এহসানুল হক মিলন।
এগ্রিবিজনেস বিভাগের সম্মানিত চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি তার বক্তব্যে আবহমান বাংলার ঐতিহ্যবাহী রকমারি পিঠা প্রদর্শনের জন্য ছাত্র ছাত্রীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ ভবিষ্যতেও লোকজ সংস্কৃতির লালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি জনাব কামরুজ্জামান লিটু ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ড. সিরাজুল হক চৌধুরী, এগ্রিবিজনেস বিভাগের সম্মানিত এডভাইজর অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান, রেজিস্ট্রার জনাব আব্দুল কাইউম সরদার, বিভাগের কো-অর্ডিনেটর মোঃ ওয়াহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক সামিরা ইসলাম রেশমী, সহকারী অধ্যাপক ড. মো: মুহিবুল হাসান, প্রভাষক ফারিহা নূর সৌমী, সৈয়দা নাঈমা জান্নাত এবং এগ্রিবিজনেস বিভাগের সাবেক কো -অর্ডিনেটর ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব মোঃ মাসুদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
দিনব্যাপি বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পিঠা উৎসবকে সাফল্যমন্ডিত করায় উপাচার্য মহোদয় ছাত্র-ছাত্রীদের প্রতি ধন্যবাদ প্রদান করেন।