ঢাকা   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে নারী নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে নারী নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে নারী নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে “এক্সিলারেটিং উইমেন্স সেফটি: ইন্টারন্যাশনাল উইমেন্স ডে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে সম্প্রতি এই সেমিনার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে পিস ক্যাফে নামে শিক্ষার্থীদের একটি ক্লাব, বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার এবং প্ল্যাটফর্ম সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন। সেমিনারে বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণের চ্যালেঞ্জ ও এর সমাধান নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। তিনি তার বক্তব্যে সামাজিক পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে শিক্ষার্থী ও তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে, আমাদের তরুণদের সদিচ্ছা ও উদ্যোগসমূহ নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলবে। 

অনুষ্ঠানে বাংলাদেশে নারী এ শিশুদের প্রতি সহিংসতার ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর নির্বাহী পরিচালক, মনজুর হাসান, ওবিই। সেই সাথে তিনি এই সমস্যাসমূহ মোকাবেলার বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও লিঙ্গ সমতার প্রচারে তরুণদের কীভাবে সম্পৃক্ত করা যায় তার কৌশল নিয়ে আলোচনা করেন।

নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ের নারীবাদী আন্দোলনকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি বলে মতপ্রকাশ করেন ইউএন উইমেন এর প্লানিং, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অ্যানালিস্ট তানিয়া শারমিন। তিনি তার বক্তব্যে নারীর নিরাপত্তা নিশ্চিত পদক্ষেপ গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমতা নিশ্চিত করা এবং ডিজিটাল অন্তর্ভুক্তির উপর জোর দেন।

ব্র্যাক ইউনিভার্সিটির কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টারের কাউন্সেলর সাফিনা বিনতে এনায়েত নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ক্রমবর্ধমান হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এটি স্বল্প ও দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। তিনি সকলকে একসাথে এগিয়ে এসে বৈষম্য দূর করতে ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে আহ্বান জানান।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এর আইন ও গবেষণার সিনিয়র অফিসার মনিশা বিশ্বাস সাইবার হয়রানির বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেই সথে ভুক্তভোগীরা কী ধরনের আইনি পদক্ষেপ নিতে পারেন সেটাও তুলে ধরেন তিনি। 

ডিজিটালি রাইট এর রিসার্চ কো-অর্ডিনেটর মিনহাজ আমান বাংলাদেশে প্রযুক্তি-সুবিধাসম্পন্ন লিঙ্গভিত্তিক সহিংসতার ক্রমবর্ধমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, দেশে এ বিষয়ে পর্যাপ্ত গবেষণার অভাব রয়েছে এবং আরও বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহের জন্য গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

সাইবার টিনস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাদাত হাসান তাদের হেল্পলাইন, শিক্ষামূলক কার্যক্রম ও কমিউনিটি আউটরিচের মাধ্যমে কিশোর-কিশোরীদের অনলাইনে নিরাপদ রাখার উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট লাইফ এর জয়েন্ট ডিরেক্টর, তাহসিনা রহমান, এবং পিস ক্যাফের প্রেসিডেন্ট স্বর্ণা রাণী দাশ।