ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

গাইবান্ধায় দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত

গাইবান্ধায় দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত

গাইবান্ধায় দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত

জেলার শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ গাইবান্ধা সরকারি কলেজ মাঠে আজ বুধবার দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথমা প্রকাশনীসহ ৩৯ টি স্টল  দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজ বইমেলার আয়োজন করে।  

সকালে মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ মাজহারুল মান্নান। পরে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ খলিলুর রহমান। বক্তব্য দেন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠী সভাপতি জহরুল কাইয়ুম, কলেজ শিক্ষক আনোয়ার হোসেন, আবদুল কাইয়ুম প্রমুখ।

মেলায় আসা গাইবান্ধা সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতি  বলেন, গাইবান্ধায় এই প্রথম আয়ােজন, আমার অনেক ভালো লাগলেছে। তবে ভাষার দাবিতে সংগ্রাম করে জীবন দিল আমাদের দেশের সূর্য সন্তানরা। অথচ এখনও সবর্ত্র  বাংলার ব্যবহার হয়না। এটা খুব কষ্ট লাগে আমাদের তরুণ প্রজন্মের।

রংপুর কাউনিয়া কলেজের এক শিক্ষাথী বলেন,  খুব ভালো লাগল গাইবান্ধা থেকেও প্রথমা প্রকাশনির বিভিন্ন লেখকের পচ্ছন্দ মত বই পেয়ে। বিশেষ করে আনিসুল হক স্যারের নতুন বই "কখনো আমার মাকে" বইটি নেওয়ার জন্য মেলায় আসা।তবে আমি মনেকরি  সবার পড়ার অভ্যাস অর্জন করা মানে জীবনের প্রায় সমস্ত দুঃখ কষ্ট থেকে নিজের জন্য আশ্রায় তৈরী করে। আর পড়ার অভ্যাস তৈরী করার জন্য বইমেলায় পচ্ছন্দমত বই পাওয়া যায়। ।

পরে অনুষ্ঠানের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।