গাইবান্ধার কামারজানিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নাই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সেচ্ছাসেবী সংগঠন ভিনগোলার্ধ।
আজ গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্রের কোল ঘেষে অবস্থিত কামারজানি ইউনিয়নের ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুবুর রহমান প্রমূখ।
ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান এই অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সেই সাথে সংগঠন ভিনগোলার্ধের সাফলতা কামনা করেন।
শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকে সুবিধা বঞ্চিত ও গ্রামের দরিদ্র মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী ভিনগোলার্ধ। এ সময় ১০০টি কম্বল শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়।