ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

গাইবান্ধার কামারজানীতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাইবান্ধার কামারজানীতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাইবান্ধা সদর উপজেলাধীন কামারজানী ইউনিয়নে আলিফ লাম ইয়া ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকালে। এতে এলাকার বিপুল সংখ্যক অসহায়, হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহ ওষুধ প্রদান করা হয়েছে। কামারাজানী ইউনিয়ন পরিষদের হলরুমে এই মহতি কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন ১২ নং কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব,কামারজানি ডিজিটাল সেন্টারের উদ্যোগতা মোঃ মাহাবুবুর রহমান, শরিফুল ইসলাম সহ অনেকে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলিফ লাম ইয়া ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও চিকিৎসক মোঃ হারুন আল হাসান। ক্যাম্পেইন চলাকালীন সময়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ফ্রি চিকিৎসা নিতে আসে আশ-পাশের কয়েকটি গ্রামের নারী ও পুরুষ। আলিফ লাম ইয়া ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ হারুন আল হাসান জানান, মানুষের সেবায় সবসময় আলিফ লাম ইয়া ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার কাজ করছে। রোগীদের চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রতিবছর এই কার্যক্রম অব্যহত থাকবে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। শুধু কামারজানী নয়, আশে-পাশের অন্যান্য ইউনিয়নের বাসিন্দাদের এই মানবিক চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি কিভাবে তা জোরদার করা যায় সেই ব্যপক বিস্তৃত ধারনা নিয়ে এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন পরিচালক হারুন আল হাসান।