সাউন্ডবাংলা থেকে প্রকাশিত কবি বিমল সাহা’র হস্তাক্ষরকৃত বই ‘না’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি কবি মানিক চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিকাশ রায়।
বইটি নিয়ে আলোচনা করেন সাউন্ডবাংলার প্রতিষ্ঠাতা কথাশিল্পী শান্তা ফারজানা, নির্বাহী পরিচালক মোমিন মেহেদী প্রমুখ। ৪ মার্চ বেলা ১১ টায় বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে কবি বিমল সাহা ২০২২ সালের বইমেলায় তাঁর ‘না’ গ্রন্থ থেকে কবিতা পাঠ করে শোনান।
এসময় মোমিন মেহেদী বলেন, সাউন্ডবাংলার সকল বই পাওয়া যাবে স্বপ্নালোক-এর লিটল ম্যাগ চত্বরের ৭১ নম্বর স্টলে ৫০% মূল্যাহ্রাসে।