ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

বাংলাদেশে মন্ত্রী সময়মতো এলেও জনগন আসে না

বাংলাদেশে মন্ত্রী সময়মতো এলেও জনগন আসে না

তুরস্কের পতাকাবাহী ৭১৩ নম্বর উড়োজাহাজটিতে ৩ রা জানুয়ারী ২০২২ ইং ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দুপুর তিনটায় অবতরন করলাম। বিদেশী নাগরিক ও অসুস্থতার কারনে অন্য যাত্রীদের চেয়ে একটু আগে বের হতে পারলেও , ব্যাগ পেতে দুই ঘন্টা লেগেছে । ব্যাগ সরবরাহের পাশের শৌচাগারে ছিলো না লাইটও টয়লেট পেপার , পরিছন্ন কর্মী বললো— তারা অভিযোগ করেছে বেশ কিছু দিন কিন্তু কাজ হচ্ছে না । সবুজ চ্যানেল দিয়ে বের হওয়ার সময় , সিগারেট ও অ্যালকোহল আছে কিনা এই প্রসংগে হয়রানি করলো জনৈক কর্মকর্তা । বিমান বন্দরে পরিবারের লোকজনের সাথে NNC এর সদস্যরা আমাকে স্বাগত জানায় সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহ্ র নেতৃত্বে । সপ্তাহ খানেক আত্বীয়স্বজন , মিডিয়া সহকর্মী ও রাজনৈতিক নেতৃবর্গের সাথে দেখা করে ভাল সময় কাটে ।১২ ই জানুয়ারী ঢাকা বাংলা একাডেমিতে কবি সামছুর রহমান হলে NNC আয়োজন করে আমার সংবাদের একক ভিডিও প্রদর্শনী ও আমার লেখা , পারিজাত প্রকাশনীর প্রকাশনে বই “ জগাখিচুরীর” মোড়ক উন্মোচনের । প্রধান অতিথি ছিলেন , সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে,এম খালিদ , গেস্ট অফ অনার ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সন্মানিত উপাচার্য জনাব প্রফেসর ড, আখতারুজ্জামান , বিশেষ অতিথি ছিলেন জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক প্রধান প্রফেসর জনাব শফি আহমেদ তালুকদার সহ আরো গন্যমান্য শিক্ষানুরাগী। প্রানবন্ত উপস্থাপনায় ছিলো মিডিয়া ব্যাক্তিত্ব চন্দ্রানী চন্দ্রা । এই অনুষ্ঠানটি দশটায় শুরু হয় ও সন্মানিত অতিথি মন্ত্রী মহোদয় এবং গেস্ট অব অনার সময়মতো আসেন তবে দর্শকরা আসেননি সময়মতো। অন্যদিকে অনেক সাংবাদিক সহকর্মীরা এসেছিলো অনেক পরে । একজন সংবাদ কর্মী পরিচয়ধারী পায়ে ধরে সালাম করে বললো, কিছু দেন ! আমি বললাম কি দেবো ? বললো টাকা । আমি বললাল কেন , আপনার অফিস পে করে না ? আমি তাকে টাকা দিলাম না। আর না দেয়ার কারনে খুব অপমানজনক আচরন করেছে সে । অনুষ্ঠান বিকেলে শেষ হয় , দুপুরের খাবারের সময় বেশ ভীড় ছিলো।যারা অনুষ্ঠানে শ্রম দিয়েছেন ও মিডিয়া কভারেজ ( নিউজ 24, আরটিভি, চ্যানেল আই, এটিএন বাংলা , দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর , দৈনিক ইত্তেফাক সহ আরো) করেছেন , সবার প্রতি কৃতজ্ঞ । আমার ফেলে আসা প্রানের শহর সাগর কন্যা বরগুনা প্রেস ক্লাব আমাকে সন্মাননা পুরস্কার দেয় ২৪ শে জানুয়ারী । অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক হিসেবে আইকন বরগুনা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সোহেল হাফিজ । প্রবীন সাংবাদিক জাকির হোসেন মিরাজ তার বক্তৃতায় সবাইকে সাংবাদিকতার নৈতিকতা রক্ষার অনুরোধ জানান । বরগুনার বহু সাংবাদিক গড়ার কারিগর , বরগুনার বহুল প্রচারিত দৈনিকে সম্পাদক মো, মোশারেফ হোসেন তার অফিসে আন্তরিক শুভেচ্ছা জানান । প্রবীন সাংবাদিক ও বরগুনা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিচালক বাবু চিত্ত রন্জন শীল ২৭ শে জানুয়ারী আমাকে জাদুঘর ঘুরিয়ে দেখান।পরের  সপ্তাহে বরিশাল প্রেস ক্লাবে সন্মাননা দেয় পুষ্পকলি শিশু সংগঠন ও পুষ্পকলি পত্রিকার পক্ষ থেকে । পরিচালনা করেন সংগঠনের পরিচালক কবি শামিমা সুলতানা । স্থানীয় প্রশাসনের ও শিক্ষানুগারীরা এই অনুষ্ঠানে এসে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন । এখানে আমার সাথে দেখা করতে এসেছিলো বন্ধু নাছিমা খানম ( শিক্ষিকা ), সেলিম হায়দার ( ব্যাংক কর্মকর্তা ), আজীবন সুন্দরী — রিনা বৌদি , কলেজ সহপাঠী ও বন্ধু ( কলেজে পড়ার সময় একমাত্র বিবাহিতা সুন্দরী সহপাঠী )।আমার মাধ্যমিক বিদ্যালয় ফুলঝুরী স্কুল ও কলেজের ছাত্র/ শিক্ষক এক মত বিনিময় সভায় মিলিত হই ২৯ শে জানুয়ারী । উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাননীয় প্রধান শিক্ষক , সহকারী প্রধান শিক্ষক , সাবেক বিজ্ঞানের শিক্ষক জনাব, মো, আবদুস সালেক বিএনসি ও সহকারী শিক্ষক মো, জাহাংগীর হোসেন। বর্তমান মাননীয় শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মহোদয় এই স্কুলেরই ছাত্র ছিলেন । ভাঁটির দেশের খাঁটি মানুষ ইস্কন গুরু গৌরাংগ কর্মকারের আন্তরিক সহযোগীতায় ২ রা ফেব্রুয়ারি ২০২২ গিয়েছিলাম জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার টুংগীপাড়ায়। সাথে ছিলো কবি শামিমা সুলতানা ও মিষ্টি মনের সৃষ্টিশীল মানুষ শিশির । টুংগীপাড়া যাওয়ার পথে গৌরনদীর গৌরব , হল্যান্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ খানের সৌজন্যে গৌরনদী প্রেস ক্লাবের সাথে এক চা চক্রের আপ্যায়ন আমাদের ভ্রমনকে আনন্দময় করে । টুংগিপাডা পৌছালে কভিড -19 কারনে মাজারে প্রবেশ বন্ধ ছিলো। পরে বিশেষ অনুরোধে ও ঢাকা থেকে একজন ফোন করে দিলে স্থানীয় মেয়র মহোদয় তার বাড়ীর ভিতর দিয়ে ( পিছনের দরজা) স্বল্প সময়ের জন্য ডুকার ব্যাবস্থা করেন ।ধন্যবাদ মেয়র মহোদয়কে ।আমার প্রস্তাবিত প্রায় গিন্নির বাড়ীতে পথের মাঝে ছিলো অনেক রসনা বিলাসের সাথে রসের ফিন্নি । ফেইসবুক গ্রুপ বরগুনা ৮৫ ব্যাস তাদের তিন প্রবাসী বন্ধুদের ( খান লিটন , মহসীন ,)সৌজন্যে ১১ই ফেব্রুয়ারি আয়োজন করে আনন্দ ভ্রমন ও প্রীতিভোজের) । বরগুনার অদূরে ইকো পার্কে ৩৫ বছর পর বন্ধুরা একসাথে ঘোরা ও গোলপাতার রসের গুড়ের মটকা চা এর স্বাধ ছিলো ব্যাতিক্রম। রাতে জেলা শিল্পকলায় চালের রুটি, হাঁসের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা ,খেজুর রসের ( তালতলী থেকে আনা ) শিন্নি ( পায়েশ ) ও পানসুপারি ও চির সবুজ বন্ধু মনিরের জোকস্ জীবনের পটভূমিতে আরো একটি ভাললাগা আর ভালবাসার দিন হিসেবে অংকিত হয়ে রইল ।মহসীন ও নাসিরের মেহমানদারী কৃতজ্ঞতাভরে মনে থাকবে । ইউএস প্রবাসী ভ্রাতুসপুত্র মনিরুজ্জামান খান সেতুর শ্বশুর বাড়ীতে বেড়ানোটা ছিলো আন্তরিক । গ্রামের বাড়ীতে ছোটবেলার বন্ধু মিজানুর রহমান খান মনু , নিজামুল হক সাগর , পান্নার সাথে সময় কাটানো ছিলো বিরল আনন্দের । খালে ও পুকুরে সবাই মিলে মাছ ধরা ছিলো বেশ এডভেন্চার । আমার প্রিয় শিক্ষক মরহুম কাজী আবুল হাসেম এর ছেলে কাজী ফকরুল, মেয়ে কাজী নাজমা ও নাতীনের আধুনিক ও ঘরোয়া পরিবেশে বরগুনা পুলিশ লাইনের ফুড গার্ডেন সত্যি ব্যাতিক্রমধর্মী আয়োজন । এখানে আপনি যে কোন ধরনের পেষ্টি বা কেক ও ফাস্ট ফুডের স্বাদ নিতে পারেন ঘরোয়া পরিবেশে স্বল্পমূল্যে। বন্ধু সাগরের একমাত্র স্ত্রী জেসমিন ও বাচ্চাদের  অনুরোধে দক্ষিন এশিয়ার সর্ব বৃহৎ সমুদ্র সৈকত কুয়াকাটায় সূর্য্য অস্ত দেখার সৌভাগ্য হয়েছে । ঢাকায় এসে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য , লে . কর্নেল ( অব) মো, ফারুক খান এমপির বাড়ীর ছাদে এক্সক্লুসিভ ইন্টারভিউতে বন্ধু শাখাওয়াত হোসেন খান , সহ সভাপতি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও লা মেরিডিয়ান পাঁচতারা হোটেলে পারিবারিকভাবে প্রীতি ভোজে এডভোকেট সমেন সাহা , জামাই সমিতি প্রস্তাবিত নতুন সভাপতি বিভোর খান , অনেক ভ্রমনের সহযোগী সামিন খান এবং সফল ও সুখী  দম্পতি মোস্তাফিজ/ মিলার প্রতি কৃতজ্ঞ । অমর ২১ শে বই মেলায় আমার বইর প্রকাশক শওকত হোসেন লিটু ও খ্যাতিমান প্রকাশক ওসমান গনি ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ আমার বই প্রকাশের ব্যাপারে যথেষ্ট প্রেরনা দিয়েছেন । আমার ডজন খানেক নাতি/নাতীন জোয়া  ,মৌমিতা , সামিন, খাদিজা, লামিন,মানহা,মুন, রাফু, ঈশান, রুপন্তি , সাদিয়া বাংলাদেশে অবস্থানকালে হাসিখুশীতে ভরে রেখেছিলো । বরগুনা সদর পৌরসভার সাবেক মেয়র শাহাদত ভাই, বর্তমান মেয়র মহারাজ ভাই, বেতাগী পৌরসভার মেয়র ছোটভাই গোলাম কবির ও সরিষামুডী ইউনিয়নের চেয়্যারম্যান শিপন জোমাদ্দর সবার নাগরিক সেবা মনে রাখার মতো। সাব রেজিষ্ট্রার আদনান ও বেতাগী পৌরসভার সচিব জামাল এবং বেতাগী প্রেস ক্লাবের সভাপতি জনাব মজনুর প্রতিও কৃতজ্ঞ । কৃতজ্ঞতা বংগবন্ধু মেমোরিয়াল কল্যান ট্রাস্টের কিউরেটর ও ইতালী প্রবাসী , বন্ধু/অভিভাবক হোসনেয়ারা কিবরিয়ার প্রতি । এতো ভালোর মাঝেও আওয়ামী লীগ নামধারী, সাংবাদিক পরিচয়ধারী ও কিছু অসৎ পুলিশদের কারনে দেশটা মনে হচ্ছে দূর্নীতিতে ভরে গেছে ।দুই মাস ভালভাবে কাটিয়ে ফিরে আসার আগে একজন সৃষ্টিশীল মানুষকে হারাবার বেদনা নিয়ে ফিরতে হয়েছে জার্মানিতে । বড় বোন লুৎফা বুজির হ্যাসবেন্ড সাবেক ব্যাংক কর্মকর্তা , আমাদের পারিবারিক অভিভাবক আ, রশিদ মিয়া গেলেন না ফেরার দেশে । ভালবাসার শিকলে বেঁধে ভাগ্নে মিঠু , সুমন পৌঁছে দিলো জাহাজ ঘাটে ।ভাগ্নের বন্ধু রওনক করিম পুরানো ঢাকার বাকরখানা দিয়ে শ্বশুড় হওয়ার বায়না করলো।০৩.০৩.২০২২ তাং তুরস্কের পতাকাবাহী উড়োজাহাজে ফিরে এলাম জীবিকার তাগিদে এই পরবাসে । বরাবরের মতোই পরিবারের দায়িত্যশীল ব্যাক্তি ছগির খান যতক্ষন জার্মানিতে বাসায় এসে পৌঁছলাম , ততক্ষন ঘুমায়নি ।ছুটে এসেছিলো ভাবীসহ ছোট দাদা, সেজোভাই, বন্ধু সাগর । অনেক মিস করি সবাইকে ।জার্মানিতে বাবু সরদার বিমান বন্দর থেকে বাসায় পৌঁছে দেন। বাংলাদেশে অবস্থানকালে লাখো মুখের আড়ালে আমার নয়ন খুঁজেছে কয়েকটি মুখ- মা, বাবা, দাদা, মেঝোভাই, ছোট বুজি ও বড় ভাবীকে প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সাংবাদিক বিপ্লব রায় ও ভাতিজী সাথীর বাসায় যেতে পারিনি বলে নিজেকে অপরাধী মনে হচ্ছে। বড় বন্ধু নিজামুল হক স্বপন, কচ্ছপ চাষীর প্রকল্প ভিজিট ও সমুদ্র উপকূল হরিণ ঘাটা এবং সুন্দরবন সফর। লেখক খান লিটন , ফ্রাংকফোর্ট , জার্মানী