বাংলা ভাষা ও সাহিত্যে একুশে পদক -২০২২ ভূষিত হওয়ায় বরেণ্য কবি কামাল চৌধুরীকে এমদাদ আলী চৌধুরী বাড়ির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মঙ্গলবার, ২২ মার্চ চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে বিজয় করা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিশাল আয়োজনে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কামাল চৌধুরীর বড় ভাই আবদুল্লাহ আল মামুন চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকের এক্সক্লুসিভ ভাইস প্রেসিডেন্ট জনাব বাতেন চৌধুরী, ইউনুছ চৌধুরী,আবদুল মালেক চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, জাফর আহম্মেদ চৌধুরী,আমিনুল ইসলাম চৌধুরী,কামাল উদ্দিন চৌধুরী,আবুল বশর, হাছিব চৌধুরী, অভি চৌধুরী,হারেছ চৌধুরী,আশিক চৌধুরী,রাজু চৌধুরী প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
কবি কামাল চৌধুরী বলেন, আপনাদের দোয়া এবং ভালবাসায় আমি এই পদকের জন্য মনোনীত হয়েছি।আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।ভবিষ্যতে কাব্যচর্চার মাধ্যমে দেশের চিত্র তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।
তারপর তিনি তরুণ সমাজকে বুদ্ধিবৃত্তিক চর্চা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বাঙালী মুক্তির আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা উল্লেখ করেন।
এমদাদ আলী চৌধুরী বাড়ির পক্ষ থেকে তোরণ নির্মাণ ও ফুলেল শুভেচ্ছায় খুব আনন্দিত হয়েছেন বলে ধারণা করেন এলাকাবাসী।