ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

শাহ ওয়াসেক (রহঃ) চৌধুরী বাড়ির মিলনমেলা অনুষ্ঠিত

শাহ ওয়াসেক (রহঃ) চৌধুরী বাড়ির মিলনমেলা অনুষ্ঠিত

শাহ ওয়াসেক (রহঃ) চৌধুরী বাড়ির নতুন প্রজন্ম কর্তৃক আয়োজিত পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মে) দিনব্যাপী শাহ ওয়াসেক (রহঃ) চৌধুরী বাড়ি প্রাঙ্গণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় অনুভূতি প্রকাশে কবি কামাল চৌধুরী বলেন, এই মিলনমেলায় সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠানের আয়োজক কমিটি ও অন্যান্য সকলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানান তিনি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাতেন চৌধুরী। তিনি বলেন, আমার বাড়ির মিলনমেলা এটা আমাদের সকলের জন্য আনন্দের বিষয়। এই মিলনমেলা সফল হোক সুন্দর হোক। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ প্লাস গ্রুপের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ভূইয়া (নঈম)। তিনি বলেন, এই অনুষ্ঠান ও এই বাড়ির সাথে আমার রক্তের সম্পর্ক বিদ্যমান। এই সুন্দর আয়োজনের জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ অতিথি হিসেবে আর ও উপস্থিত ছিলেন ফরিদা আক্তার চৌধুরী। তিনি বলেন, এই মিলনমেলায় অংশ গ্রহণ করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে।অনুষ্ঠান এতো সুন্দর ও গোছানো ছিল যা প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুব চৌধুরী সবুজ, আবদুল্লাহ ফারুক চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী,মইনুল ইসলাম চৌধুরী, ইউনুস চৌধুরী, আবদুল্লাহ আল মামুন মজুমদার, আবদুল্লাহ আল হাসান মজুমদার, আবদুল্লাহ আল হোসাইন মজুমদার কাউছার,কামাল উদ্দিন চৌধুরী, তুষার চৌধুরী, সায়মন চৌধুরী, শাকিল চৌধুরী,হাছিব চৌধুরী, হারেছ চৌধুরী, ইঞ্জিনিয়ার রাকিব চৌধুরী, এসিসিএ সাইফুল ইসলাম চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, নোমান চৌধুরী সহ আরো অনেকে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বীর কলম মুক্তিযোদ্ধা মনির আহমেদ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন চৌধুরী ও আবদুল আউয়াল চৌধুরীসহ শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য ১২ জনকে  সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত আয়োজনে  ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র ছিল এই মিলনমেলার অন্যতম আকর্ষণ। জমজমাট এই আয়োজন শেষ হয় সভাপতির বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানের সভাপতি হারুন অর রশিদ চৌধুরী বলেন, শাহ ওয়াসেক (রহঃ) এই মিলনমেলা আমাদের সকলের আবেগের জায়গা। এখানে আমরা সবাই একাত্রিত হয়েছি।আমাদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-কান্না, আবেগ- বাস্তব সবকিছু একাকার হয়ে গেছে এই অনুষ্ঠানের মাধ্যমে।  অনুষ্ঠানের ধারাবাহিকতা যুগ যুগ ধরে অব্যাহত থাকুক এই প্রত্যাশা রইলো।  উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন আবদুল মান্নান চৌধুরী (আজাদ)।