ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটে বিজয় দিবস উদযাপন

প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটে বিজয় দিবস উদযাপন

রংপুর মহানগরীর ৩৩নং ওয়ার্ডস্থ আজিজুল্যা এলাকায় বাংলাদেশ স্কাউটস প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের আয়োজনে আজিজুল্যাহ এলাকায় ১৬ডিসেম্বর শুক্রবার সকালে বিজয় র ্যালী ও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ইনস্টিটিউট প্রাঙ্গণে স্কাউট সদস্য ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ইনস্টিটিউটের শিক্ষার্থী, কাব, স্কাউট সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের পরিচালক মোঃ আব্দুস সোবহান মিয়া'র সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের সভাপতি মোঃ বেলাল হোসেন, প্রধান শিক্ষিকা মোছাঃ শাহিদা বেগম সহ স্থানীয় সুশীল সমাজের সুধীজন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।