ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

মহান বিজয় দিবসে রংপুর জেলা রোভারের শ্রদ্ধাঞ্জলি ও সেবা প্রদান 

মহান বিজয় দিবসে রংপুর জেলা রোভারের শ্রদ্ধাঞ্জলি ও সেবা প্রদান 

মহান বিজয় দিবসে রংপুর জেলা রোভারের শ্রদ্ধাঞ্জলি ও সেবা প্রদান 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রংপুর কালেক্টরেট সুরভী উদ্যানস্থ স্মৃতি সৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার।

জেলা রোভারের কমিশনার প্রফেসর ড. আরেফিনা বেগম এর নেতৃত্বে  শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন রংপুর জেলা রোভারের সম্পাদক মহাদেব কুমার গুন, জেলা রোভার স্কাউট লিডার মোঃ আব্দুর রহমান মিন্টু, সহঃ কমিশনার (আইসিটি) মোঃ হারুন উর রশীদ সরকার, বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সহকারি পরিচালক সুধীর চন্দ্র বর্মন, স্থানীয় স্কাউট নেতৃবৃন্দ, জেলা রোভার সিনিয়র রোভারমেট প্রতিনিধি  রেজওয়ান হোসেন সুমন,  জেলা গার্ল-ইন সিনিয়র রোভারমেট প্রতিনিধি রোকাসানা খাতুন মায়া সহ রংপুর জেলার বিভিন্ন ইউনিটের রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউট সদস্যরা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানাদি সফলভাবে  বাস্তবায়নে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা ও সেবা প্রদান করছে রংপুর জেলা রোভারের আওতাধীন বিভিন্ন ইউনিটের ৬০জন রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউট সদস্য। 

এছাড়াও শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে জেলা রোভারের হয়ে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট সদস্যরা রংপুর জেলা রোভারের সুসজ্জিত দল হয়ে অংশগ্রহণ করে।