ঢাকা   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শা'বান ১৪৪৬

এফডিইবি-র হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন

এফডিইবি-র হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন

এফডিইবি-র হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি দরিয়াপুর এফডিইবি অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এফডিইবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ইকরামুল মজিদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রেজার স্বাক্ষরে ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নব-নির্বাচিত কমিটিতে মহিউদ্দিন আহমেদকে সভাপতি ও শাহরিয়ার শুভকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও সহ-সভাপতি  নির্বাচিত হয়েছেন মোহাইমিনুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক নূরে আলম মামুন, অর্থ সম্পাদক রিপন আহমেদ , কার্যকরী সদস্য জাহিদ হাসান কৌশিক, মোঃ ইকরাম, সৈয়দ হাসান, আশিকুর রহমান রিফাত ও ইউসুফ আলী। 

অনুষ্ঠানে এফডিইবি হবিগঞ্জ সদর উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।