ঢাকা   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্পের কার্যক্রম পুনরায় চালু

শিক্ষা

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ২২:২১, ২২ অক্টোবর ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্পের কার্যক্রম পুনরায় চালু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্পের কার্যক্রম পুনরায় চালু

গত জুলাই মাসে ফ্যাসিবাদী শাসনামলে বন্ধ হয়ে যাওয়ার পর রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ শহিদ হওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকত আলী আজ ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ ক্যাম্প কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (আরপিএমপি) মো. সাইফুজ্জামান ফারুকী।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকত আলী বলেন,ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্যরা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। 

তিনি বলেন,‘বিশ্ববিদ্যালয়ের সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। গত জুলাইয়ে ক্যাম্পাসের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

সাইফুজ্জামান ফারুকী বলেন, পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তাদের মধ্যে পুলিশের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে।

‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবার জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পুলিশ তাদের ইতিবাচক ভাবমূর্তি ফিরিয়ে আনবে’ বলে আশা প্রকাশ করেন ফারুকী। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান,ছাত্র বিষয়ক কার্যালয়ের পরিচালক ড. মো, ইলিয়াস প্রামানিক, আরপিএমপির কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।