ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

শেখ হাসিনা ২,৪৯,৯৬২ ভোট পেয়ে বিজয়ী

শেখ হাসিনা ২,৪৯,৯৬২ ভোট পেয়ে বিজয়ী

শেখ হাসিনা ২,৪৯,৯৬২ ভোট পেয়ে বিজয়ী

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম (আম) পেয়েছেন মাত্র ৪৬০ ভোট।

এই আসনে মোট কেন্দ্র ১০৮টি। এখানে সব কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এখানে আরেক প্রার্থী জাকের পার্টির মাহাবুর মোল্যা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ৩০০ জন। আসনটিতে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৯১ জন, নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৬০৮ জন।

এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। এখন চলছে গণনা।