ঢাকা   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ০৯ মুহররম ১৪৪৭

গাইবান্ধার লকডাউন পরিস্থিতি

সারাদেশ

প্রকাশিত: ১৮:০৫, ১৬ এপ্রিল ২০২১

আপডেট: ১৮:০৬, ১৬ এপ্রিল ২০২১

গাইবান্ধার লকডাউন পরিস্থিতি

করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন শুরুর প্রথম দিকে ঢিলেঢালা থাকলেও বর্তমানে গাইবান্ধা জুড়ে নেমে এসেছে শুনসান নীরবতা। করণা মহামারীর কারণে সারাদেশে চলছে কঠোর লকডাউন। আজ (শুক্রবার) অনুমানিক ৩ ঘটিকায় গাইবান্ধা সদরের শহরের ব্যস্থতম নিউ-মার্কেট এলাকা যেন জন মানবশুন্য। শহরের প্রতিটি মোড়ে মোড়ে ছিল প্রশাশনের কঠোর নজরদারি। রাস্থাঘাটে তেমন কোন মানুষের সমাগম ছিল না। কঠোর অবস্থানে রয়েছে প্রসাশন। রয়েছে স্বাস্থ্য  বিধি মেনে চলার উপর কঠিন পদক্ষেপ। অন্যান্য দিন  অযথা যাদের বাহিরে ঘোরাঘুরি করতে দেখা যায় সেই সব দিনের তুলনায় আজকে অনেকটা ব্যতিক্রম। জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে তেমন কোন লোকজন নেই বললেই চলে। অন্যদিকে গ্রামের অবস্থা এর বিপরীত। গ্রামের চলছে ঢিলেঢালা লকডাউন। এই কঠোর পরিস্থিতির মধ্যেও মানুষ এখনো  অসচেতন। সামাজিক দূরত্ব মানছে না কেউ, আবার অনেকের  মুখে মাস্ক ও নেই।

জনপ্রিয়