ঢাকা   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২, ০৪ মুহররম ১৪৪৭

আবারো ১০ গানে ড. মাহফুজুর রহমান

বিনোদন

প্রকাশিত: ১৯:১৬, ৫ মে ২০২১

আপডেট: ১৯:১৬, ৫ মে ২০২১

আবারো ১০ গানে ড. মাহফুজুর রহমান

এবারের ঈদেও গান শোনাবেন সময়ের উঠতি সেলিব্রিটি ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তাঁর একক সংগীতানুষ্ঠানের নাম ‘সুখে থাকো তুমি’। প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায়। থাকছে মোট ১০টি গান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিএন বাংলার পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। জানা গেছে, এবারের অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও তিনি নিজেই। গানগুলো চিত্রায়ণ করা হয়েছে এটিএন বাংলার নিজস্ব স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে। যদিও তিনি গতবছরের চিত্রায়ণ নিয়ে ভক্তদের সমালোচনার শিকার হয়েছিলেন। করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা করছে। এবং তাঁর ভক্তকূলও অধীর আগ্রহে অপেক্ষা করছে। ২০১৬ সালের পবিত্র ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। এর পর থেকে প্রত্যেক ঈদে তিনি নিয়মিত গাইছেন। প্রতিবার ঈদ আয়োজনের জনপ্রিয় অনুষ্ঠানের তালিকায় থাকে তাঁর একক সংগীতানুষ্ঠান।

জনপ্রিয়