ঢাকা   মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

গাইবান্ধায় দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে পোষ্ট শেয়ার করায় নির্যাত‌ন

সারাদেশ

প্রকাশিত: ১৪:০১, ৬ মে ২০২১

আপডেট: ১৪:০১, ৬ মে ২০২১

গাইবান্ধায় দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে পোষ্ট শেয়ার করায় নির্যাত‌ন

ফেইসবুকে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে পোষ্ট শেয়ার করায় রাতুল নামের এক যুবক কে নির্যাত‌ন করেছে উক্ত দাদন ব্যাবসায়ী। ৫মে গাইবান্ধা পৌরসভার উপ‌জেলা রো‌ডে আনুমা‌নিক দুপুর ২:৩০ মি‌নি‌টে ঘ‌টে এই মার‌পি‌টের ঘটনা। এলাকাবাসী অসুস্থ রাতুল‌কে উদ্ধার ক‌রে সদর হাসপা‌তালে পা‌ঠি‌য়ে দেয়। চি‌কিৎসা শে‌ষে সদর থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের করেছেন ভিক্টিম রাতুল নামের ব্যক্তি। উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।