ঢাকা   শনিবার ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে উদ্ধার

জাতীয়

প্রকাশিত: ১৫:১৪, ১৮ জুন ২০২১

আপডেট: ১৫:২০, ১৮ জুন ২০২১

নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে উদ্ধার

আলোচিত নিখোঁজ বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় আবহাওয়া অফিসের পেছনে শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়।

গত আটদিন ধরে নিখোঁজ ছিলেন আবু ত্ব-হা মোহাম্মাদ আদনান। বর্তমানে তিনি ও তার তিন সঙ্গী রংপুরের কোতোয়ালি থানায় রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের এডিসি (ডিবি মিডিয়া) ফারুক আহমেদ।

এ ঘটনায় সন্তানের খোঁজ চেয়ে গত ১১ জুন রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা আজেদা বেগম।

জিডিতে তার মা বলেন, বৃহস্পতিবার (১০ জুন) বিকাল চারটার দিকে তিন সঙ্গীসহ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। রাতে মোবাইল ফোনে সর্বশেষ কথা হলে আদনান সাভারে যাচ্ছেন বলে তাকে জানান। এরপর রাত ২টা ৩৬ মিনিটে স্ত্রী হাবিবা নূরের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের। এ সময় তিনি ঢাকার গাবতলীতে আছেন বলে জানান। তারপর থেকেই তার ফোন বন্ধ থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এরপর গত ১৬ জুন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সহযোগীকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেন স্ত্রী।