ঢাকা   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৭

ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি

খেলাধুলা

প্রকাশিত: ১১:৪৩, ২০ জুন ২০২১

আপডেট: ১১:৪৫, ২০ জুন ২০২১

ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি

বর্তমান ফুটবল চ্যাম্পিয়ন ফরাসি ফুটবল পরাশক্তি ফ্রান্সকে আজকের গ্রুপ পর্যায়ের ম্যাচে রুখে দিল হাঙ্গেরি। ম্যাচের প্রথম হাফ টাইমের শেষের দিকেই এগিয়ে যায় হাঙ্গেরি। প্রথম অর্ধেকের অতিরিক্ত সময়ে ফিওলার সহজ গোলে স্কোর এগিয়ে নেয় হাঙ্গেরি। এইদিকে ফ্রান্স দলের করিম বেনজেমা সহজ সুযোগ হাতছাড়া করে।বার বার আক্রমণ করেও হাঙ্গেরির ডিফেন্স ভাঙতে পারেনি দিদিয়ের দেশমের দল ফ্রান্স। দ্বিতীয় অর্ধেকে কৌশল পরিবর্তন করে উভয় কোচ।প্রথম দিকে এক মুখে জোরালো আক্রমণ করে ফ্রান্স। অপ্রাণ চেষ্টা করে ফ্রান্স হাঙ্গেরির জালে বল ঢুকাতে। ওসমান দেম্বেলে জোরালে কিকে গোলে পোস্টে লেগে বেচে যায় হাঙ্গেরি। মাঝে হাঙ্গেরির দখলে বল ছিল কিছুক্ষণ। ফ্রান্সের মিডফিল্ডার বারবার সুযোগ তৈরী করার চেষ্টা করে। এর মধ্যে কিলিন এমবাপ্পে ডি বক্সে ঢুকে বারে জোরালো কিক নেন।হাঙ্গেরি গোল কিপার দক্ষতার সাথে গোল পোস্ট রক্ষা করেন। অবশেষে আতোয়ান গ্রিজমানের ৬৬ মিনিটের মাথায় গোল করে সমতায় পৌছান ফ্রান্স। এরপর এলোপাতাড়ি আক্রমণ করে ফ্রান্স। পাল্টা কাউন্টার আক্রমণ করে হাঙ্গেরি। এই পর্যায়ে চেষ্টা করেও ব্যর্থ হয় ফ্রান্স। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতে সমাপ্ত হয় আজকের ম্যাচ।

জনপ্রিয়