ঢাকা   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৭

ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা নিউজিল্যান্ডের

আন্তর্জাতিক

প্রকাশিত: ১৬:০৫, ২৪ জুন ২০২১

আপডেট: ১৬:১৫, ২৪ জুন ২০২১

ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা নিউজিল্যান্ডের

বৃষ্টির কারনে ক্ষণে ক্ষণে রঙ বদলানো এ ম্যাচে ছিল টান টান উত্তেজনা। বার বার মনে হচ্ছিল এই খেলা থেমে যায় এই ড্র হয় এই ভারত জিতে এই নিউজিল্যান্ড জিতে। কিন্তু সব জল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতল নিউজিল্যান্ড। ২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ টেস্ট ক্রিকেটকে ঘিরে চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী আসর। ১ আগস্ট, ২০১৯ তারিখ থেকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের মাধ্যেম শুরু হয় এই প্রতিযোগিতা। টেস্ট ইতিহাসের অনেক প্রথমের জন্ম দিয়েছে এবারের এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। প্রথম বার খেলা হয়েছে রিজার্ভ ডে তে। এর আগে কখনো টেস্টের জন্য রিজার্ভ ডে রাখা হয়নি। https://twitter.com/ICC/status/1407843696205340675?s=20 সাউদাম্পটনে বিরাট কোহলির ভারতকে আট উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড এখন অভিজাত  সংস্করণের ‘বিশ্ব চ্যাম্পিয়ন’। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। কাইলি জেমিসন ও নিল ওয়াগনারের বোলিং তোপের মুখে  ধস নামে তারকা সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং লাইনাআপে এবং প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানেই গুটিয়ে যায়। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান আসে আজিংকা রাহানের ব্যাট থেকে আর অধিনায়ক ভিরাট কোহেলির কাছে থেকে আসে ৪৪ রান। কাইলি জেমিসন মাত্র ৩১ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়াও নিল ও্যাগ্নার ২ টি, টিম সাউদি ২ টি এবং ট্রেন্ড বোল্ট শিকার করেন ১ টি উইকেট। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শুরু করে ভালোই কিন্তু ওপেনিং জুটি টেকেনি খুব বেশিক্ষণ। উইকেট পড়ার দিনেও ব্যতিক্রম ছিলেন ডেভন কনওয়ে, দুই দলের প্রথম ইনিংসের একমাত্র ফিফটি ই আসে তার ব্যাটে। ব্যাক্তিগত ৫২ রানে আউট হয়ে ফিরে যায় কনওয়ে। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে, ৪৯ রানে আউট হয়ে ফিরে যান তিনি। এতে নিউজিল্যান্ড ও দলীয় ২৪৯ রানে অল আউট হয়ে যায়। মোহাম্মাদ শামি নেন ৪ উইকেট আর ইশান্ত শর্মা নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ১৭০ রানে অল আউট হয়ে গেলে নিউজিল্যান্ডের সামনে চ্যাম্পিয়ন হতে টার্গেট দড়ায় ১৩৯ রানের। ব্যাটিং এ নেমে নিউজিল্যান্ডও বেশি সুবিধা করতে পারে নি। খুব দ্রুতই হারায় দুই ওপেনার কে, আগের ইনিংসে অর্ধশতক হাকানো ডেভন কওনয়ে মাত্র ১৯ রানেই আউট হয়ে যায় আরেক ওপেনার টম লাথাম ও সুবিধা করতে পারে নি আউট হয় মাত্র ৯ রানেই। বৃষ্টির কারনে ক্ষণে ক্ষণে রঙ বদলানো এ ম্যাচে ছিল টান টান উত্তেজনা। অধিনায়ক কেন উইলিয়ামসন ও সর টেইলরের ব্যটিং দিঢ়তায় বাকি টার্গেট পুরন করে ফেলে নিউজিল্যান্ড।

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নঃ নিউজিল্যান্ড

ভেনুঃ সাউদাম্পটন

দলঃ ভারত ও নিউজিল্যান্ড

প্লেয়ার অফ দ্যা ম্যাচঃ কাইলি জেমিসন

জনপ্রিয়