ঢাকা   বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

দুর্নীতির অভিযোগে অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ

দুর্নীতির অভিযোগে অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত চলার মধ্যেই শনিবার তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। গত বুধবার অস্ট্রিয়ার ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড করাপশন বিষয়ক প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সেবাস্তিয়ান কুর্জসহ ১০ জন এবং ৩টি সংস্থার বিরুদ্ধে ‘বিশ্বাস ভঙ্গ, দুর্নীতি ও ঘুষের’ সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তদন্ত চলছে। প্রসিকিউটররা ইতিমধ্যে চ্যান্সেলর, অর্থ মন্ত্রণালয় এবং চ্যান্সেলরের সিনিয়র সহকারীদের বাড়ি ও অফিসে অভিযান চালিয়েছেন। বিবিসি জানিয়েছে, সরকারি অর্থ দলীয় রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছিল কুর্জের বিরুদ্ধে। এ ঘটনায় কুর্জসহ মোট ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে কুর্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এগুলোকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। এদিকে পদত্যাগের পর কুর্জ চ্যান্সেলর হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের নাম প্রস্তাব করেছেন।সেবাস্তিয়ান কুর্জ ২০২০ সালের জানুয়ারি থেকে দেশটির চ্যন্সেলরের দায়িত্ব পালন করে আসছেন।