ঢাকা   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কে হচ্ছেন বায়তুল মোকাররমের নতুন খতিব?

জাতীয়

প্রকাশিত: ১৭:২০, ৩১ মার্চ ২০২২

আপডেট: ১৭:২০, ৩১ মার্চ ২০২২

কে হচ্ছেন বায়তুল মোকাররমের নতুন খতিব?

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের নতুন খতিব নিয়োগ পাচ্ছেন বরেণ্য আলেম ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন। বৃহস্পতিবার বিকেলে মুফতী রুহুল আমীনের ছেলে মুফতী ওসামা আমিন এ তথ্য নিশ্চিত করেন। তবে তিনি জানান, সরকারিভাবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এবং অফিসিয়ালি কোনো কাগজপত্র হাতে পাইনি। ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর্সের গভর্নর এই আলেমকে খতিব নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা নাগাদ প্রজ্ঞাপন জারি হতে পারে বলে ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। মুফতী রুহুল আমীন দেশের প্রখ্যাত আলেম মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ:-এর ছেলে। তিনি আল হাইআ’তুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ’র সদস্য। একাধারে তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদসার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।