ঢাকা   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৭

রিমু হত্যার প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ

প্রকাশিত: ১২:৪১, ৭ মার্চ ২০২১

আপডেট: ১২:৪১, ৭ মার্চ ২০২১

রিমু হত্যার প্রতিবাদে মানববন্ধন

কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের মেধাবি শিক্ষার্থী রুবাইয়া ইয়াসমিন রিমুর হত্যাকান্ডের প্রতিবাদে কারমাইকেল কলেজ গেটে মানববন্ধন করেন কারমাইকেল শিক্ষার্থী পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে রিমু হত্যার দাবিতে তার সহপাঠী সহ এক হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর জিতেন্দ্রনাথ সরকার (বিভাগীয় প্রধান বাংলা বিভাগ) তিনি বলেন আমার বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বাংলা বিভাগ শোকাহত। আমরা যতদ্রুত সম্ভব আসামিদের বিচারের আওতায় আনার অনুরোধ করছি। বক্তব্য রাখেন রেজওয়ান আহাম্মেদ সৌধ (আহ্বায়ক কারমাইকেল শিক্ষার্থী পরিষদ) তিনি বলেন ৪৮ ঘন্টার মধ্যে যদি অপরাধী কে গ্রেপ্তার করা না হয়,রংপুরে আরো বড় পরিসরে আন্দোলনের ডাক দেয়া হবে। সকল রাস্তা ঘাট বন্ধ করে দেয়া হবে, অটো,ভ্যান,গাড়ী চলাচল বন্ধ করবেন, শরীরের রক্তে রাজপথ রঞ্জিত করবেন তবু বোনের অপহত্যার দাবিতে রাজপথ ছাড়বেন না। সঞ্চালনায় ছিলেন পাবেল রহমান হিমেল (সদস্য সচিব কারমাইকেল শিক্ষার্থী পরিষদ)। এসময় উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান (সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ), মোক্তার হোসেন(সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), সায়েম সরকার(সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ), হাবিবুর রহমান হাবিব(প্রধান কর্মচারী ইউনিয়ন), এহতেশাম জেমি(সভাপতি, জাসদ ছাত্রলীগ কারমাইকেল কলেজ), শহীদ বাবু(যুগ্ম আহ্বায়ক, জাতীয় ছাত্রসমাজ), মিন্টু মিয়া (সমাজ সেবা সম্পাদক, বাংলার চোখ,কেন্দ্রীয় কমিটি), মিজানুর রহমান(সাধারণ সম্পাদক বাংলার চোখ, কারমাইকেল কলেজ শাখা), তাওহীদ,হৃদয়,জিল্লুর বোরহান,রুহুল,সহ সাধারণ শিক্ষার্থী।

জনপ্রিয়