ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অভিনীত যাত্রাপালা

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অভিনীত যাত্রাপালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলের নাটক অবলম্বনে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অভিনীত যাত্রাপালা "মধুমালা" মঞ্চায়িত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিনদিন ব্যাপী নজরুল জয়ন্তীর শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মুক্তমঞ্চে এই যাত্রাপালা অনুষ্ঠিত হয়। যাত্রাপালার নির্দেশনায় ছিলেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রভাষক হীরক মুশফিক এবং সার্বিক তত্বাবধানে ছিলেন উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর। যাত্রাপালায় মদন কুমার চরিত্রে অভিনয় করেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মনোজ কুমার প্রামাণিক এবং মধুমালা চরিত্রে অভিনয় করেন একই বিভাগের প্রভাষক মাশকুরা রহমান (রিদম)। এছাড়াও অভিনয় করেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সরকারী অধ্যাপক ড. তুহিনুর রহমান, নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আল জাবির, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান প্রমূখ। সে-সময় দর্শকসারিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন শ্রেণি পেশার দর্শক। প্রসঙ্গত, মধুমালা কাজী নজরুল ইসলাম রচিত একটি গীতিনাট্য। নজরুল অসুস্থ হওয়ার পর ১৯৬০ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। রূপকথা বা ঐতিহ্যের আদলে রচিত হয়েছে নাটকটি। যাত্রাপালা ছাড়াও ওই দিন আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও "অগ্নিবীণার শতবর্ষ" শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।